রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে অনেকে আটকা পড়েছেন। এদিকে ভেতর থেকে জীবন বাঁচানোর আকুতি জানিয়ে সিঁড়ি পাঠানোর কথা বার বার বলা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। র্
ফায়ার সার্ভিসের যে র্সিড়ি রয়েছে তা আটকে পড়াদের উদ্ধারের জন্য বলা হচ্ছে ‘আমাদের দয়া করে সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আর না হলে আমরা মারা যাব।’
এদিকে আগুন থেকে জীবন বাঁচাতে লাফিয়ে পড়ছে আটক পড়া মানুষ। অনেকে আবার ভবনটির পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা গেছে। অগ্নিকাণ্ডের ধোঁয়ায় ভেতরে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে ঢাকা মেডিকেল থেকে আনা হয়েছে এ্যাম্বুলেন্স।
এদিকে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়াও ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তাকর্মীরা অবস্থান করছেন। ভবনের অধিকাংশ লোকই নিচে নেমে অবস্থান নিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন