রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছে। আগুনের উত্তাপে ওই ভবনের কাঁচ ফেটে খসে খসে পড়ছে। আটকা পড়াদের কয়েকজন বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছেন। লাইভ ভিডিওতে তারা ফায়ার সার্ভিসের বিশেষ সিঁড়ির জন্য আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ এ আগুন থেকে বাঁচতে মানুষকে লাফিয়ে পড়তে দেখা গেছে। এছাড়া অনেকে ভবনের গ্লাস ভেঙে লাল, সাদা কাপড় দিয়ে ইঙ্গিত দেয়াসহ নানাভাবে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষদের।
আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে। চারদিকে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
ভিডিও :
বিডি প্রতিদিন/এনায়েত করিম