১৯ এপ্রিল, ২০১৯ ১৬:১৯

লিভার ক্যান্সার থেকে বাঁচাবে হেপাটাইটিস বি ভাইরাস টিকা

কুমিল্লা প্রতিনিধি:

লিভার ক্যান্সার থেকে বাঁচাবে হেপাটাইটিস বি ভাইরাস টিকা

লিভার ক্যান্সার, লিভার সিরোসিস ও লিভার ফেইলিউর রোগ থেকে বাঁচতে সবার হেপাটাইটিস বি ভাইরাসের টিকা নেওয়া প্রয়োজন। বিশেষ করে যারা ২০০৩ সালের আগে জন্ম নিয়েছেন সবার এই টিকা নেওয়া উচিত।

শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর নওয়াব ফয়জুন্নেছা স্কুল মিলনায়তনে কুমিল্লা লিভার ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আলোচকরা এসব তথ্য জানান।

তারা আরো বলেন, ২০০৩ সালের পর থেকে শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে। কারণ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কোন লক্ষণ প্রকাশ পায় না। যখন লক্ষণ প্রকাশ পায় তখন চিকিৎসা ব্যয়বহুল ও জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন লিভার ক্লাবের সভাপতি ডা. মো.ইজাজুল হক। হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাব সেক্রেটারি ডা. মো.ফরহাদ আবেদীন। বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি লুৎফুল বারী চৌধুরী ও ট্রেজারার আসাদুজ্জামান লস্কর প্রমুখ। কুমিল্লা লিভার ক্লাবের চিকিৎসকরা প্রতি শুক্রবার বিনামূল্যে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন বলেও জানানো হয়।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর