জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা লিগ্যাল এইড কমিটি। দিবসটি উপলক্ষ্যে রাজশাহী জেলা জজ আদালত চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল সোয়া ৮টায় পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি একেএম শাহিদুল হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম, রাজশাহী মহানগর দায়রা জজ ওএইচএম ইলিয়াস হোসেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার।
উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কোর্ট চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সোয়া ৯টায় লিগ্যাল এইড মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন সুপ্রীম কোর্টের বিচারপতি একেএম শাহিদুল হক। সাড়ে ৯টায় শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বিনামূল্যে অসহায় দরিদ্রদের মাঝে সরকারি আইনী সেবা প্রদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। পরে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার লুনা ফেরদৌস। এছাড়া ডকু ড্রামা প্রদর্শন, সুবিধাভোগীদের বক্তব্য, দিবসের তাৎপর্য সম্পর্কে অতিথিদের বক্তব্য, সেরা প্যানেল আইনজীবী, বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান হয়।
বিডি প্রতিদিন/হিমেল