রাজধানীর গুলশানের আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা জোরদার করতে হোটেল মালিকদের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গতকাল রবিবার (২৮ এপ্রিল) হোটেল মালিকদের সঙ্গে ‘হোটেলের নিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ নির্দেশনা দেন।
এসময় তিনি হোটেলের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে পরিচয়পত্র, ঠিকানা যাচাই করে, প্রয়োজনে পুলিশের মাধ্যমে ভেরিফাই করে নিয়োগ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, রবিবার থেকে ঢাকায় জঙ্গিবিরোধী জনসচেতনতা বৃদ্ধির জন্য গণসংযোগ সপ্তাহ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যা চলবে আগামী ৪ মে পর্যন্ত। ডিএমপির এ গণসংযোগ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে গুলশান বিভাগের ডিসি সব হোটেল মালিকদেরকে হোটেলের নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর