রাজধানীর বসিলা মেট্রো হাউজিং এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (২৯ এপ্রিল) ভোরে বছিলার মেট্রো হাউজিংয়ের একটি বাড়ি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে ফেলে র্যাব। জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বাড়িটির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
তিনি আরও বলেন, ওই এলাকার বিভিন্ন বাড়িতে র্যাব তল্লাশি চালাচ্ছে। এছাড়াও সন্দেহে থাকা বাড়িটিকে কেন্দ্র করে অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর