রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব।
বাড়িটির ভেতরে সন্দেহভাজন একাধিক জঙ্গি অবস্থান করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির কেয়ারটেকারসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বসিলার মেট্রো হাউজিংয়ের ওই বাড়িটি ঘেরাও করে র্যাব। পরে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম