রাজধানীর মগবাজারে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সাবিল হোসেন রিফাত। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরবাইকচালক রিয়াদও। তারা দুইজন সম্পর্কে আপন ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই একটি মোটরবাইকে চড়ে শান্তিবাগে তাদের বাসায় ফিরছিলেন। এ সময় মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের সিগনাল দিলে তারা তা না মেনে উল্টা পথ দিয়ে দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মোটরবাইকের পিছনের সিটে বসা ছোট ভাই সাবিল হোসেন রিফাত মারা যান।
আর বড় ভাই সাবিল হোসেন রিয়াদের পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় তিনি মারাত্মকভাবে আহত হন। রিয়াদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয় ট্রমা সেন্টারে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/কালাম