ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্রী ফাহমিদা হক লাবণ্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা প্রতিষ্ঠান উবার। উবারের বাংলাদেশি জনসংযোগ দফতর থেকে রবিবার (২৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে জানানো হয়, লাবণ্য নিহতের ঘটনার তদন্ত চলছে। আইন প্রয়োগকারী সংস্থাকে যে কোনো সহযোগিতা করতে উবার প্রস্তুত আছে। আমরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, উবার যাত্রী এবং চালকের নিরাপত্তা সবার আগে। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
এদিকে, লাবণ্য নিহতের মামলায় উবারের মোটরবাইক চালক মো. সুমন হোসেনের দুই দিন এবং কাভার্ডভ্যান চালক আনিছুর রহমানকে চার দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় রিমান্ডের এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. নুরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, লাবণ্যের অকাল মৃত্যুতে তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তার বাবা-মা, আত্মীয়-স্বজনসহ সমগ্র বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ বিস্মিত ও শোকাহত। তাই আসমিদের রিমান্ডে নিয়ে ঘটনার সম্পর্কে তথ্য প্রমাণ সংগ্রহসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার