রাজধানীর মোহাম্মদপুরের বসিলার জঙ্গি আস্তানায় আগুন ধরে গেছে। আস্তানার ভেতরে বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় এরই মধ্যে নিভিয়ে ফেলা হয়েছে সেই আগুন।
সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এরপর সেখানে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে বাড়িটির চাল ও বেড়া উড়ে যায়।
সোয়া ৯টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটিতে ঢুকে ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করতে থাকে।
বেলা ১১টার দিকে আগুন আরও ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে।
বিডি প্রতিদিন/কালাম