রাজধানীর মোহাম্মদপুরের বসিলার জঙ্গি আস্তানা টিনশেড বাড়িটিকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা।
সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল কয়েকজন জঙ্গি এসে ওই বাড়িতে আশ্রয় নিয়েছে। এরপর র্যাব ফোর্সেস এখানে এসে বাড়ির দরজায় নক করে। কিন্তু রাতে কেউ দরজা খোলেনি।’
‘এরপর বাড়ির কেয়ারটেকারকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই ঝুপড়ি ঘরটি থেকে আমাদের গুলি ছোড়া হয়। তবে আমাদেরও পর্যাপ্ত পরিমাণ ফোর্স প্রস্তুত ছিল। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় র্যাব প্রায় ১৫০ রাউন্ড গুলি করেছে। গোলাগুলির শেষের দিকে তারাই বাড়িটিকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে,’ যোগ করেন তিনি।
সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বসিলার মেট্রো হাউজিংয়ের টিনশেড ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র্যাব। পরে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম