বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে অব্যাহত দর পতনের প্রতিবাদে প্রতীকী গণঅনশন করছেন বিনিয়োগকারীরা। সোমবার সকাল ১১টায় মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
এসময় তারা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে ৬ দফা দাবি তুলে ধরেন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ গণঅনশন কর্মসূচি বিকাল ৩টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল