শেয়ারবাজারে বিনিয়োগকারীদের গণঅনশনের প্রতি সংহতি প্রকাশ করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। সেই সঙ্গে তাদের জুস খাইয়ে প্রতীকী গণঅনশন ভাঙিয়েছেন তিনি।
সোমবার বেলা ২টার কিছু পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে উপস্থিত হয়ে বিনিয়োগকারীদের গণঅনশনের প্রতি সংহতি প্রকাশ করেন রাশেদ খান মেনন। এরপর বেলা ২টা ৪০মিনিটের দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাককে জুস খাইয়ে গণঅনশন ভাঙান তিনি।
উল্লেখ্য, পুঁজিবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে সোমবার বেলা ১১টা থেকে ‘বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’এর ব্যানারে এই প্রতীকী গণঅনশন শুরু করেন সাধারণ বিনিয়োগকারীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন