আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যেও দাম স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সংসদ ভবনে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, ইউসুফ আবদুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন, সেলিম আলতাফ জর্জ এবং সুলতানা নাদিরা বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি বিগত বাণিজ্য মেলার ক্রটি বিচ্চ্যুতি বিবেচনায় রেখে আগামী বাণিজ্য মেলা যাতে আরো সুন্দর এবং সবার জন্য উপভোগ্য হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়র অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন