বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, খালেদাসহ সব রাজবন্দির মুক্তির আন্দোলন বেগবানের অংশ হিসেবে সংসদে যোগ দিয়েছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।
সোমবার রাত পৌনে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি নির্বাচনই ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। কিন্তু ক্ষমতাসীন মহল নির্বাচনী ব্যবস্থাকে আজ এমনভাবে দলীয়করণ করেছে যে, গোটা নির্বাচনী প্রতিষ্ঠান ক্ষমতাসীনদের ক্ষমতা প্রলম্বিত করার একটি হাতিয়ারে পরিণত হয়েছে।
আপনি নিজে শপথ নেবেন কিনা অথবা আপনি স্পিকারের কাছে সময় চেয়ে আবেদন করেছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, সেটা সময় হলেই জানতে পারবেন। বহিষ্কার হওয়া জাহিদুরের বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও তিনি বলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন