রাজধানীর গুলিস্তানে দুর্বৃত্তদের ককটেল হামলায় ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- কনস্টেবল নজরুল (৪০), কনস্টেবল লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ সদস্য আসিক (২৬)।
দুই পুলিশের মাথায় এবং অপরজন পিঠে আঘাত পেয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালায়।
জানা গেছে, গুলিস্তান আহাদ পুলিশ বক্সের কাছে ছাতার নিচে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন দুই ট্রাফিক পুলিশ ও এক কমিউনিটি পুলিশ। রাত ৮টার দিকে দুই মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ওই সময় আহাদ পুলিশ বক্স লক্ষ্য করে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরণ ঘটে। এসময় কর্তব্যরত দুই পুলিশ ও এক কমিউনিটি পুলিশ আহত হন়। প্রথমে তাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এই মুহূর্তে গোয়েন্দারা পুরো এলাকা ঘিরে তদন্ত করছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৯/আরাফাত