শপথ নেয়ার জন্য সময় চেয়ে স্পিকারের কাছে আবেদন করার তথ্য ভিত্তিহীন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়াজ নামে একটি মানবাধিকার সংগঠন আয়োজিত ‘উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/নুসরাত একটি প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দলীয় সিদ্ধান্তেই সংসদ সদস্য হিসেবে শপথ নেননি জানিয়ে বগুড়া থেকে নির্বাচিত এ জনপ্রতিনিধি বলেন, যারা এ ধরণের সংবাদ পরিবেশন করেছেন তারা আমার সঙ্গে কথা না বলেই করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত চারজনের শপথ নেয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়নি, বরং ন্যুনতম সুযোগ কাজে লাগাতেই শপথ নিয়েছেন তারা।
মির্জা ফখরুল বলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আমি নাকি সময় চেয়ে আবেদন করেছি। আসলে আমি কোনো চিঠি দেইনি। সময়ও চাইনি। এটাও আমাদের দলীয় সিদ্ধান্ত। এটা আমাদের কৌশল।
সরকারের সঙ্গে কোনো সমাঝোতা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব জানান, সমঝোতা করলে অনেক আগেই করতেন। খালেদা জিয়া সমঝোতা করলে এখন প্রধানমন্ত্রী থাকতেন। তিনি কখনোই নীতির প্রশ্নে আপস করেননি।
আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম