মহান মে দিবসে রাজশাহীতে র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বুধবার সকালে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম অধিদফতর, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক লীগ র্যালি ও সমাবেশ করেছে। জেলা প্রশাসনের র্যালিতে নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির।
নগরীর জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। এতে অংশ নেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা।
মহান মে দিবসে নগরীর আলুপট্টি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। শোভাযাত্রায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, আনিসুজ্জামান, আজাহার উদ্দিন, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ