রাজশাহী মহানগরীর পশ্চিম অংশে আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মিত হতে যাচ্ছে। নগরীর গুড়িপাড়া এলাকায় স্কুলটির নাম হতে পারে ‘উত্তর গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বৃহস্পতিবার দুপুরে গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভবনের ভিত্তি স্থাপন করতে গিয়ে এ কথা জানান। গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের পাশেই এখন গোলজারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে একটি স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত তিনি একটি চিঠিও পেয়েছেন। এই মুহূর্তে গোলজারবাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী আছে। স্কুলে স্থান সংকুলান সম্ভব হচ্ছে না। তাই এই স্কুলের মালিকানায় থাকা জায়গায় আরেকটি স্কুল নির্মাণ করা হবে। তখন বর্তমানের গোলজারবাগ প্রাথমিক বিদ্যালয়ের নাম হবে ‘দক্ষিণ গোলজারবাগ প্রাথমিক বিদ্যালয়’। আর এই স্কুল থেকে কিছুটা দূরে নতুন স্কুলটির নাম হবে ‘উত্তর গোলজারবাগ প্রাথমিক বিদ্যালয়’। নতুন স্কুল নির্মাণের পাশাপাশি এখনকার গোলজারবাগ প্রাথমিক বিদ্যালয়ের আধুনিকায়ন করা হবে বলেও জানান বাদশা।
এর আগে তিনি গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিতসহ একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। ভবনটি নির্মাণে সরকারের ব্যয় হবে ৪ কোটি ৩৯ লাখ টাকা। আগামী দুই বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। শিক্ষা প্রকৌশল অধিদফতর এটি নির্মাণ করছে। প্রকল্প বাস্তবায়ন করছে রাজশাহীর মেসার্স আজিজুল ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
ভিত্তি স্থাপনের সময় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী, স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এমএম জাফর উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রোপাইটর নুরুল হোদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল