সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেছেন, ‘অন্যান্য বছরের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’
আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।
এসময় তিনি বলেন, ‘আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছি। গণশুনানি করেছি। রাস্তাঘাট সম্পর্কে অন্যান্য বছরের মতো বড় রকমের সমস্যার কথা শুনতে পাইনি। আমাদের ধরণা ও বিশ্বাস, এবারের রাস্তাঘাটের অবস্থা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো। সেদিক থেকে আমরা দাবি করতে পারি মহাসড়কে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’
বিডি প্রতিদিন/হিমেল