বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ মে দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. শেখ গোলাম মাহবুব মামলার সাক্ষগ্রহণের জন্য নতুন এ দিন ধার্য করেন।
এরআগে আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে তার আইনজীবী সাক্ষগ্রহণের জন্য সময়ের আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ মে দিন ধার্য করেন। মামলাটিতে মোট ৭৬ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক। এই মামলায় গত বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার