ভাতাদি দেয়ার ক্ষেত্রে কোন ব্যক্তি যেন কোনোভাবেই একাধিক ভাতা পেতে না পারে সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ভাতা দেয়ার ক্ষেত্রে এ বিষয়ে তদারকির সুপারিশ করা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন । সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. এ. সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও বেগম আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরীতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শ্রুতি লেখক নিয়োগ এবং নিয়োগবিধি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
এছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে প্রতিবন্ধী উন্নয়নঅধিদপ্তরে রূপান্তরের সুপারিশ করে কমিটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন