রাজধানীর সোয়ারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ৯ জনকে জেল-জরিমানা করা হয়।
আজ শুক্রবার সকালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-১০ এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে তিনি জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যেকোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা ধরে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল।
তিনি বলেন, সকালে রাজধানীর সোয়ারিঘাটে মাছের আড়তে অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ করা হয়। এসময় জাটকা সংরক্ষণ করে বিক্রি করার দায়ে নয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম