কিশোরগঞ্জে চলন্ত বাসে ঢাকার ইবনে সিনা হাসপাতালের সেবিকা শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের বিচার চেয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলছে । ধর্ষণ, হত্যা আমাদের সামনে এ ধরনের পরিবেশই দৃশ্যমান হচ্ছে। এটা কোনভাবেই সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’
নুসরাত হত্যার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না মন্তব্য করে তিনি আরও বলেন, রাষ্ট্র এখন পচে গেছে। ক্ষমতাসীন, সমাজের বিত্তশালী, যারা সমাজের নিয়ন্ত্রক, হোমড়া-চোমড়া, তারাই এই সব ঘটনার সাথে জড়িত। এর সাথে ধর্মকে জড়িয়ে ধর্ষণের ঘটনাকে লাইসেন্স দেওয়া হয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে, আমরা এদের ধর্ষণ করার কোন লাইসেন্স দেব না।
দেশের এমন অবস্থায় রুপান্তরের কারণ হিসেবে তিনি বলেন, আমাদের সমাজ এখন ভোগবাদী সমাজে পরিণত হয়েছে। অর্থবিত্ত থাকলে আপনি সবকিছু ভোগ করতে পারেন। এটা এমন সমাজ যেখানে সবকিছুকে পণ্যে পরিণত করা হয়েছে। তাই সমাজে ধর্ষণের ঘটনা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কোন বিচার হচ্ছে না।
মানবন্ধনে গণজাগরণ মঞ্চের সংগঠক আখতারুল হক সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদাউস আহমেদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক