কুমিল্লার হোমনায় নবম শ্রেণির মাদ্রসাছাত্রীকে (১৫) ধর্ষণকারী সুমন সরকারকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
হোমনার থানার ওসি সৈয়দ মো.ফজলে রাব্বী বলেন, শুক্রবার মেঘনা উপজেলার মুগারচর রাধানগর গ্রামে অভিযান চালিয়ে তার এক নিকটআত্মীয়ের বাড়ি থেকে সুমনকে আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছে। সুমনের বিরদ্ধে থানায় গণধর্ষণ, মাদক ও মারামারিসহ মোট ৮টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে মাদ্রাসাছাত্রী ভংগারচর গ্রামের জমিতে কাজ করা তার কৃষক বাবাকে ভাত দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় একই গ্রামের রেজাউল করিম ওরফে রাজা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সুমন সরকার ছাত্রীটিকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের রজ্জব আলী মাস্টারের কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে গত ৪ মে রাতে বাবা বাদী হয়ে সুমনকে একমাত্র আসামি করে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল