সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদককে ‘না’ বলে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোড়া, হাট-বাজার ও পাড়া-মহল্লায় মাদকবিরোধী প্রচার প্রচারণা চালিয়ে মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে।
শেখ সালাহউদ্দিন এ্যান্ড এসোসিয়েটস আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ সালাহউদ্দিন বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতি-সন্ত্রাস ও মাদকমুক্ত এবং নারীর প্রতি সহিংসতামুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নাই।
আবদুন নূর দুলাল তার বক্তব্যে বলেন, আলোকিত বাংলাদেশ গড়তে আলোকিত মানুষদের নিয়ে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মাধ্যমে উন্নয়নশীল বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন মেহেদী ও সিনিয়র অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, আলোর মঞ্চের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জগলুল কবির, অ্যাডভোকেট সেলিম জাবেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ বশির উদ্দিন, অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট মোঃ আব্দুল কুদ্দুস বাদল, অ্যাডভোকেট জুয়েল আহমেদ, অ্যাডভোকেট ফজলুল হক আকন্দ, অ্যাডভোকেট দিদার হোসেন রিজভী, অ্যাডভোকেট মোঃ খায়রুল ইসলাম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার সানিয়েল আরেফিন, ব্যারিস্টার মেহেদি হাসান, ব্যারিস্টার মার্শেলা আরেফিন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও অ্যাডভোকেট মোর্শেদা পারভীন প্রমুখ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন