নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৩টি হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ ১৫ মামলার আসামি ডাকাত সোলাইমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সোলাইমান উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, হাউলিপাড়া এলাকার ওই ছাত্রী গত বুধবার (০৮ মে) দুপুরে কম্পিউটার প্রশিক্ষণের উদ্দেশ্যে মুড়াপাড়া বাজারে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে ডাকাত সোলাইমানসহ তার সহযোগীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সোলাইমানকে মুড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, হত্যা, ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ প্রায় ১৫টির মতো মামলা রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তাকে নিয়ে অস্ত্র উদ্ধারসহ অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সোলাইমান গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল