চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক এনজিও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই এনজিও কর্মীর নাম সিরাজুল ইসলাম ইমরান। তার কাছ থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এক এনজিও সংস্থার অফিস গার্ড হিসেবে কাজ করেন। শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঈদের আর্থিক ব্যয় নির্বাহের জন্য কক্সবাজার থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ইমরান। মূলত টাকার লোভেই ইয়াবা পরিবহন করছে বলে ইমরান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। এর আগে বিমানে করেও ইয়াবা চালান নিয়ে যান তিনি। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৯/মাহবুব