অসহায়-দরিদ্র নেতাকর্মীদের পাশে দাঁড়াবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। রাজধানীর দক্ষিণের বিভিন্ন পাড়া-মহল্লায় রমজানে ইফতার-সেহরির খাবার বিতরণের পাশাপাশি ঈদে সেমাই, মিছরি, চাল ডালসহ নতুন জামা-কাপড় বিতরণ করা হবে।
রবিবার বিকালে সংগঠনের এক বিশেষ সভায় এমন ঘোষণা দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। রাজধানীর কাকরাইলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসহায়-দরিদ্র নেতাকর্মীর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমাদের দলে অনেক গরীব-অসহায় নেতাকর্মী আছেন। যাদের অনেকেই কষ্টে জীবনযাপন করেন। আবার কিছু কিছু পরিবার আছে, যাদের অভাব থাকলেও কাউকে কিছু বলেন না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দলীয় এসব নেতাদের পাশে দাঁড়াবো। এখন থেকেই ইফতারের কাঁচা সামগ্রী, সেহরির চাল-ডাল, আলুসহ নানা দ্রব্যাদি বিতরণ করবো। একই সঙ্গে ঈদের আগে জামা কাপড়সহ ঈদ সামগ্রী সেমাই, চিনিসহ নানা খাদ্য সামগ্রী তুলে দিব।
ঈদের আনন্দ ভাগাভাগি করে রমজানে আমরা এমন উদ্যোগ নিয়েছি বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৯/আরাফাত