রাজধানীর তেজগাঁও এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারী ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- সাকিব ও রাকিব। তাদের দু’জনেরই বয়স (২৩)। আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহতদের দাবি, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন তারা। তবে পুলিশ বলছে, এটি মারামারির ঘটনা বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
এ ব্যাপারে ঢামেকের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবের পিঠে তিনটি ও সাকিবের গলায় আঘাত লাগে। রাকিবের তিনটির মধ্যে একটি আঘাত গুরুতর। আর সাকিবকে নাক-কান-গলা বিভাগে পাঠানো হয়েছে।
এদিকে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) সূত্রে জানানো হয়, ট্রেনের ছাদে কয়েকজনের সঙ্গে মারামারি হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এছাড়া আহত দু’জনকেই তাদের স্বজনরা ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে গেছেন বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ