শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ।
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা আনিচ উদ্দিন শহীদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শেখ হাসিনার উন্নয়ন এগিয়ে নিতে সকলকে যার যার অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
বিডি প্রতিদিন/কালাম