বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাবার পনির সাময়িক সংকট দূর করতে তিনটি পাম্প হাউজে নতুন তিনটি মোটর সংযোজন করা হয়েছে। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস পানির পাম্প, সূরেন্দ্র ভবন পানির পাম্প এবং রূপাতলী পানির পাম্পে ৩০ অর্শ্ব শক্তির নতুন তিনটি পাম্প সংযোজন করেন।
এছাড়াও আপদকালীন জরুরি প্রয়োজন মেটানোর জন্য ২৫ অর্শ্ব শক্তির আরও দু'টি মোটর সংরক্ষণে রাখা হয়েছে। যে কোনো পাম্প নষ্ট হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন স্থাপন করা তিনটি পাম্পে থেকে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ হাজার লিটার পানি বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে।
এছাড়াও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সিটি করপোরেশনের নিজস্ব ওয়াটার ট্যাংকের মাধ্যমে প্রতিদিন ১৫ হাজার লিটার থেকে বাড়িয়ে ২৫ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন