চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেট থেকে কাপড় চোর চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নারী চোর সদস্যের নাম শানু বেগম। এ সময় তার কাছ থেকে ১০টি জিন্স প্যান্ট, ৮টি বিভিন্ন রঙের শার্ট, ৫টি শাড়ি, ১১টি থ্রি পিচ, বিভিন্ন ধরণের কাপড় জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, এ চক্রের সদস্যরা নগরীর রিয়াজুদ্দীন বাজার, টেরিবাজার, নিউ মার্কেটসহ বিভিন্ন মার্কেটে ঘুরে বেড়ায়। বিক্রেতার মনযোগ অন্যদিকে ঘুরিয়ে কৌশলে দামি কাপড় চুরি করে সরে পড়ে। গ্রেফতার হওয়া এ আসামি দীর্ঘ ১০ বছর ধরে এ চুরির কাজ করে আসছে।
বিডি-প্রতিদিন/শফিক