জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে। চারদিকে উন্নয়নের জোয়ার বইছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুর টঙ্গী বাজারস্থ ইনভাইট পার্টি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী থানা জাতীয় পার্টির সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিজাম উদ্দিন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন