ময়মনসিংহের গৌরীপুরে নূরুজ্জামান (২৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুরুজ্জামান কুম্ভী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা বাড়ি-ঘরে হামলা চালিয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার নওহাটা পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পূর্ব শত্রুতার জেরে রাত সোয়া ৯টার দিকে উপজেলার নওহাটা পশ্চিম বাজারে নূরু মিয়ার ছেলে মোজাম্মেল তার সহযোগী আসাদুল, কাঞ্চন রাস্তায় গতিরোধ করে। এরপর নুরুজ্জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা নুরুজ্জামানকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে নিহতের স্বজনরা নুরু মিয়ার বাড়ি ঘরে হামলা চালিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৯/আরাফাত