বর্নাঢ্য র্যালী এবং সেমিনারের মধ্য দিয়ে বরিশালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর সার্কিট হাউস চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এ সময় সেখান থেকে একটি বর্নাঢ্য র্যালী শুরু হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সেমিনারে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, বিটিসিএল বরিশাল এর উপ-মহাব্যবস্থাপক মো. শামিম ফকির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, টেলিযোগাযোগ ও তথ্যের সাথে সংশ্লিস্ট উপস্থিত ছিলেন। র্যালী ও সেমিনার শেষে স্কুল-কলেজে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/তাফসীর