নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনীতে সজীব (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে। তার সহযোগী মামুনকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল ৬টায় ওই ঘটনা ঘটে।
নিহত সজিবের নাম ঠিকানা পাওয়া না যায়নি। মামুন শহরের গলাচিপার নাদিমের বাড়ির ভাড়াটিয়া কমর আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, ভোর ৬টায় বাপ্পী নামের এক যুবক রিকশায় করে চাষাঢ়ার দিকে যাচ্ছিল। ওই সময়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের সামনে ৩ ছিনতাইকারী বাপ্পীর গতিরোধ করে। তখন আশেপাশের লোকজন এসে তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনী দিতে থাকে। ওই সময়ে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। স্থানীয়রা সজীব ও মামুন নামের দুইজনকে মারধর করে। তাদের তখন দড়ি দিয়ে বেঁধে চলে যায় লোকজন। সকাল ১১টায় তাদের উদ্ধার করে লোকজন শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে সজীবের মৃত্যু ঘটে। আর মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই মামুন মিয়া জানান, সজীব ও মামুন প্রকৃতভাবে ছিনতাইকারী কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা