২০ মে, ২০১৯ ২১:৪৫

বরিশালে অভিযানে তিন অভিজাত চাইনিজ রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অভিযানে তিন অভিজাত চাইনিজ রেস্তোরাঁকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাবার বিক্রির দায়ে বরিশাল নগরীর তিনটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁ থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশাল র‌্যাব-৮ এর সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন শীষের নেতৃত্বে সোমবার বিকেলে এই অভিযান পরিচলিত হয়। সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক অভিযানে সহায়তা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিন শীষ জানান, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকাল ৪টায় নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় পুলিশ লাইন রোডের অভিজাত চাইনিজ রেস্তোরাঁ হুপার্সকে ১০ হাজার টাকা, নগরীর সিএন্ডবি রোডের তাওয়া রেস্টুরেন্টকে ২ হাজার এবং পাশ্ববর্তী গোলপাতা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রীসহ অন্যান্য খাদ্যে ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ রাখায় ওই তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন শীষ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর