শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
রাজশাহীতে এবার চাঁদা উঠছে ট্রাক টার্মিনালের সামনে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী মহানগরীর ভেতর আগে তিনটি স্থানে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা তোলা হতো। রাজশাহী ট্রাক শ্রমিক ইউনিয়ন ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই চাঁদা তুলতো। তিন স্থানের মধ্যে সম্প্রতি নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ের চাঁদা তোলা বন্ধ করে দেয় সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তারপর থেকে শুধু নগরীর শিরোইল বাস টার্মিনাল ও তালাইমারী মোড়ে চাঁদা তোলা হতো। কিন্তু কয়েকদিন থেকে রাজশাহী ট্রাক টার্মিনালের সামনেও চাঁদা আদায় শুরু হয়েছে। ট্রাক টার্মিনালের ‘টার্মিনাল ফি’ ছাড়াও দুই শ্রমিক সংগঠনের নামে টোকেন দিয়ে অতিরিক্ত চাঁদা আদায় করা হচ্ছে।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ট্রাক টার্মিনালের সামনেই নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল। ট্রাক টার্মিনালের ভেতরে ট্রাক থেকে ‘টার্মিনাল ফি’ আদায় করা হচ্ছে। আর টার্মিনালের বাইরে সড়কে ট্রাক ও বাস থেকেও শ্রমিক ইউনিয়নের নামে আলাদা চাঁদা আদায় করা হচ্ছে। পরিবহন শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান, কন্যাদায়, শিক্ষাবৃত্তি ও চিকিৎসার কথা উল্লেখ করে টোকেন দিয়ে ট্রাক ও বাস থেকে ওই চাঁদা তোলা হচ্ছে।
সড়কে চাঁদাবাজি বন্ধে গত ১২ মে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন স্থানীয় পুলিশ-প্রশাসনকে চিঠি দিয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ওই চিঠিতে রাজশাহীর বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের মেয়র, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার, একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, র্যাব-৫ এর অধিনায়ক, জেলা প্রশাসক ও জেলার পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিয়ে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
এরপরের দিনই রাজশাহী সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় চার চাঁদাবাজকে আটক করে কারাদণ্ডও দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর সেখানে চাঁদাবাজি বন্ধ হয়। কিন্তু নগরীর স্থানগুলো থেকে চাঁদা তোলা হচ্ছিলই। এনিয়ে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ফলে এখন আবার নতুন করে ট্রাক টার্মিনালের সামনে চাঁদা তোলা শুরু হয়েছে।
সাধারণ শ্রমিকদের অভিযোগ, পুলিশ প্রশাসনকে ‘ম্যানেজ’ করে শ্রমিক নেতারা চাঁদা তুলছেন। অথচ দুই শ্রমিক সংগঠনের তহবিলে তেমন টাকা নেই। নানা খরচের অজুহাতে চাঁদার সিংহভাগ অর্থ শ্রমিক নেতারা লুটপাট করেন বলেই অভিযোগ সাধারণ শ্রমিকদের। তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি চাঁদা তোলার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকদের কোনো সরকারি-বেসরকারি অনুদান নেই। তারা আহত হলে চিকিৎসা করাতে হয়। দুর্ঘটনায় মৃত্যু হলে অনুদান দেওয়া লাগে। মেয়ের বিয়ে হলে অনুদান দিতে হয়। আরও নানান খরচ আছে। তাই আমাদের পরিবহন থেকে টাকা আমরাই তুলি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার
এই বিভাগের আরও খবর