কুমিল্লার শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া সড়কে মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশার চালকরা পালিয়ে যায়।
সূত্রে জানা গেছে, ঈদের পূর্ব থেকে ঈদ পরবর্তী দিন গুলোতে কুমিল্লা শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠে। মঙ্গবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা উপজেলার সাহেবাবাদ দক্ষিণপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে সড়ক দুটিতে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীদের সাথে সুন্দর আচরণ এবং যাত্রীদের কাছ থেকে পূর্বের নির্ধারিত ভাড়া নেয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতির খবর পেয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারী অনেক সিএনজি চালক পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সিএনজি অটো রিকশার চালক মো. আবদুর রহিমকে (২৪) এবং সবুজকে (২৫) নগদ অর্থ জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৯/মাহবুব