রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের লেক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মৃত সেই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ১২টার দিকে চকবাজার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরাতন কারাগারের ভেতরে অবস্থিত মসজিদের পেছনের লেকে একটি মরদেহ পড়ে থাকতে দেখে সংশ্লিষ্টরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ