১৬ জুন, ২০১৯ ১৭:৩২

রাজধানীতে সাড়ে তিন হাজার বস্তি রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সাড়ে তিন হাজার বস্তি রয়েছে:  স্থানীয় সরকারমন্ত্রী

ফাইল ছবি

রাজধানীতে প্রায় সাড়ে তিন হাজার বস্তি রয়েছে। এতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ বসবাস করেন। আদাবর থানায় সবচেয়ে বেশি (৪৭২টি) বস্তি রয়েছে। সবেচেয়ে কম বস্তি আছে মতিঝিল থানায় (চারটি)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের (ঢাকা-৭) এ সংক্রান্ত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এ তথ্য জানান। 

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ- ২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট বস্তির সংখ্যা ১৬৩৯টি। মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০ টি। উত্তর সিটিতে মোট বস্তিতে জনসংখ্যা চার লাখ ৯৯ হাজার ১৯ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট বস্তি ১ হাজার ৭৫৫টি। বস্তির খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি। জনসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬ জন। 

এসময় মন্ত্রী আরো বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন আদাবর থানায় ৪৭২, বাড্ডা ১২১, বনানীতে ১০, দারুস সালামে ৫৪, ভাষাণটেকে ৮, গুলশানে ৮, কাফরুল থানা ১০৯, খিলক্ষেতে ৭১, মিরপুর ১১৭, মোহাম্মদপুরে ২৮৪, পল্লবীতে ৭০, রামপুরায় ১৬৮, শাহ আলীতে ১৫, শেরেবাংলা নগরে ১৩৮টি বস্তি রয়েছে। 

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বংশাল থানায় ১৯টি, চকবাজারে ১৫০টি, ধানমন্ডিতে ১৭টি, গেন্ডারিয়ায় ৪৯টি, হাজারীবাগ ২৪৩টি, যাত্রাবাড়ীতে ১৬৫টি, কলাবাগানে ৫টি, কামরাঙ্গীরচরে ২৬৫, খিলগাঁও ৪২৬টি, কতোয়ালী ৫টি, লালবাগে ২৭৮টি, মতিঝিলে ৪টি, নিউ মার্কেট থানায় ৫টি, রমনায় ৮টি, শাহজাদপুর ৭৯টি, শাহবাগে ৭টি, সুত্রাপুর ৫টি ও ওয়ারী থানায় ২৫টি বস্তি রয়েছে।

বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর