১৭ জুন, ২০১৯ ১৩:৪৯

নয়াপল্টনে ছাত্রদলের প্রতীকী অনশন

অনলাইন ডেস্ক

নয়াপল্টনে ছাত্রদলের প্রতীকী অনশন

বয়সসীমা না রেখে কমিটির দাবিতে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবারও বিক্ষোভ করছেন ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির নেতা-কর্মীরা। আজ সকাল সাড়ে ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রতীকী অনশনে বসেছে ছাত্রদলের একাংশ।

এর আগে গতকাল রবিবারও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন। ছাত্রদলের সদ্য বিলুপ্ত নেতাদের মধ্যে এজমল হোসেন পাইলট, আসাদুজ্জামান আসাদ, ওমর ফারুক মুন্না প্রমুখ এতে অংশ নেন। 

বয়সসীমা না রেখে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ১১ জুন কেন্দ্রীয় কার্যালয়ে তালা ও ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিলুপ্ত কমিটির  নেতা-কর্মীরা। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির একটা সমাধান দেওয়া হবে বলে বিএনপির শীর্ষ নেতাদের এমন আশ্বাসের পর এই দিন রাতে কার্যালয়ের তালা খুলে দেন তারা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর