২৪ জুন, ২০১৯ ১৪:৩৬

বরিশালে ২ দিনব্যাপী স্বর্ণ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ২ দিনব্যাপী স্বর্ণ মেলা শুরু

বরিশালে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী স্বর্ণ মেলা।

সোমবার সকাল ১০টায় নগরীর বান্দ রোডের গ্রান্ড পার্ক হোটেলের বলরুমে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

বরিশাল কর অঞ্চল এই স্বর্ণ মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বরিশাল অঞ্চলের কর কমিশনার খাইরুল ইসলাম বলেন, বরিশালে প্রথমবারের মতো আয়োজিত স্বর্ণ মেলার মধ্য দিয়ে স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা ফিরে আসবে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অপ্রদর্শিত স্বর্ণ, হীরা কিংবা রৌপ্য নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বৈধ বা প্রদর্শন করতে পারবেন রাজস্ব বোর্ডের কোনও প্রশ্ন ছাড়াই। এ বিষয়ে কোনও প্রশ্ন করা যাবে না বলে রাজস্ব বোর্ডের নির্দেশনা রয়েছে।

তিনি সকলকে এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 

তবে বরিশাল স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী জসিম বলেন, তারা মেলা সম্পর্কে আজ ধারণা নেবেন। এরপর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রথমবারের মতো স্বর্ণ মেলা আয়োজন সরকারের অনন্য উদ্যোগ। এর মধ্যে দিয়ে জনগণের অপ্রদর্শিত স্বর্ণের বৈধতা পাবে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে।

দুই দিনব্যাপী এই স্বর্ণ মেলা শেষ হবে আগামীকাল মঙ্গলবার।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর