২৬ জুন, ২০১৯ ১৮:২২

শহীদ কামারুজ্জামানের ৯৬তম জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শহীদ কামারুজ্জামানের ৯৬তম জন্মবার্ষিকীতে বৃক্ষরোপণ ও আলোকচিত্র প্রদর্শনী
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার সকালে উপশহরে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজে শহীদ কামারুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারই সন্তান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তবক অর্পণের পর কলেজ চত্বরে বৃক্ষরোপণ এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন মেয়র।
 
বুধবার সকালে শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শহীদ কামারুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। পুষ্পস্তর্বক অর্পণের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন মেয়র লিটন।
 
বৃক্ষরোপণ শেষে শহীদ কামারুজ্জামানের দুর্লভ ছবিগুলো নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র। এরপর আলোকচিত্রগুলো ঘুরে দেখেন। এ সময় শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, ১৪ নম্বর ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি দরবেশ আলী চিশতি, সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর