দেশব্যাপী গুজব, মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনায় মানববন্ধন করেছে আওয়ামী লীগ। এতে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশকে অশান্ত করতে মিথ্যাচার ও গুজবের প্রতিবাদ এবং গুজব রটনাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রবিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মহানগর ও জেলা আওয়ামী লীগ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, গুজব মিথ্যাচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না।
তারা বলেন, বিএনপি-জামায়াত অত্যন্ত সুকৌশলে গুজব মিথ্যাচার দিয়ে দেশ জাতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠেছে। অতীতেও অনেকেই আওয়ামী লীগ এবং বাংলাদেশকে নিয়ে নানামুখী গুজব মিথ্যাচার করে ষড়যন্ত্র করেছে। ওই সকল ষড়যন্ত্রকারীরা কখনো সফল হয়নি।
সমাবেশে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, প্যানেল মেয়র আলী আকবর টিপু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সরদার আনিসুর রহমান পপলু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল