বরিশাল নগরীর ৫টি ওয়ার্ডের যুব ছেলে ও মেয়েদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গত দেড় বছর ধরে কাজ করছে আলোকিত যুব সমাজ প্রকল্প। আজ রবিবার নগরীর পুলিশ লাইন রোডের সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তনে সোস্যাল ডেভেলপমেন্টের আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আলোকিত যুব সমাজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়।
বন্ধন সোস্যাল ডেভেলপমেন্ট এজেন্টের (বিএসডিপি) নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. সহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের সিনিয়র ইন্সট্রাক্টর মো. আব্দুল হাই মল্লিক, আলোকিত যুব সমাজ প্রকল্পের যুব সদস্য সুমাইয়া আক্তার, অ্যাকশন এইডের অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার এজেডএম মৌসুমী ইসলাম এবং ইয়ূথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম