রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিফাত হোসেন বাইদুল (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
রবিবার দুপুরে যাত্রাবাড়ীর দক্ষিণ শেখডির চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান নিহত যুবকের পরিবার।
নিহত রিফাত যাত্রাবাড়ীর শনির আখড়ার স্বপন মৃধা এলাকার আয়নাল মাঝির ছেলে।
পরিবারের অভিযোগ, দুপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্রে করে তিন যুবক রিফাতকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে বিকালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর খানকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব