কুমিল্লার লাকসামে ২৫০ পিস ইয়াবাসহ দেবর-ভাবিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত নারী মাদক কারবারি বিলকিছ আক্তার মুন্নি (৩২) ও তার দেবর আরমান হোসেন আজাদকে (২৫) লাকসাম পৌরসভার গাজীমুড়া পশ্চিমপাড়া নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আরাফাত হোসেন মুরাদের স্ত্রী ও ছোট ভাই।
জানা গেছে, শনিবার বিকেলে ইয়াবাসহ স্থানীয় লোকজন তাদেরকে আটক করে লাকসাম থানায় খবর দেয়। পরে থানার এসআই জাহাঙ্গীর আলম ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশ দেহ তল্লাশী করে মুন্নির কাছ থেকে দেড়শ’ পিস ও আজাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত আজাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব