রাজধানীর হাজারীবাগ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হাজারীবাগ এলাকায় শিকদার মেডিক্যালের পাশে এ ঘটনা ঘটে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ।
তিনি বলেন, ভোরে খবর পাই শিকদার মেডিক্যালের পাশে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে রয়েছেন। পরে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই কাউছার আহমেদ আরও বলেন, ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক নিহত হন । নিহতের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জেনেছি।
বিডি-প্রতিদিন/মাহবুব